Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে করোনার তৃতীয় ঢেউ অনিবার্য: এআইআইএমএস প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২১ ১৫:২৫

ভারতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আসছে। এটি আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ভারতের আঘাত হানতে পারে। ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্স (এআইআইএমএস) এর প্রধান ডা. রনদিপ গুলেরিয়া এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রনদিপ গুলেরিয়া বলেন, আমরা যতই নিষেধাজ্ঞা শিথিল করছি, ততোই মানুষের মাঝে করোনাকালীন আচরণবিধি হ্রাস পাচ্ছে। আমরা প্রথম ও দ্বিতীয় ঢেউ থেকে কিছুই শিখিনি। আবার ভিড় বাড়ছে, লোকসমাগম বাড়ছে। এই অবস্থায় সংক্রমণ আবার বাড়বে। ভারতে করোনার তৃতীয় ঢেউ নিশ্চিত।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে তৃতীয় ঢেউ দেখা দিতে পারে।

ভারতে এ পর্যন্ত প্রায় ৫ শতাংশ মানুষকে ভ্যাকসিনের উভয় ডোজের আওতায় আনা হয়েছে। এ বছরের শেষ নাগাদ দেশটির ১৩০ কোটি জনসংখ্যার ১০৮ কোটিকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্য রয়েছে দেশটির সরকারের। করোনাভাইরাস মোকাবিলায় মানুষকে দ্রুত ভ্যাকসিনের আওতায় আনা সবচেয়ে জরুরি বলে জানান এ স্বাস্থ্য বিশেষজ্ঞ।

রনদিপ গুলেরিয়া বলেন, যুক্তরাজ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট তৃতীয় ঢেউয়ের কারণ হয়েছে। এটি এখনও মিউটেশন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। নতুন ঢেউগুলোর মধ্যকার দূরত্ব কমে আসছে। এটি উদ্বেগের কারণ।

তিনি বলেন, ভারতের করোনার প্রথম ঢেউয়ে ভাইরাসটি এত দ্রুত ছড়ায়নি। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে এটি অপেক্ষাকৃত দ্রুত ছড়িয়েছে। ভাইরাসটি আরও বেশি সংক্রমণ ক্ষমতাসম্পন্ন হয়ে উঠেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে এ পর্যন্ত ৩ লাখ ৮৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় তিন কোটি মানুষ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর