Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে পরীক্ষা ঈদের পর

পল্লব সিয়াম, ইসলামী বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২১ ১৫:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পবিত্র ঈদুল আজহার পরে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষাবর্ষের পরীক্ষা গ্রহণ করবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। করোনা পরিস্থিতি বিবেচনা করে বিভাগগুলো তাদের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুসারে অনলাইন বা স্বশরীরে পরীক্ষা গ্রহণের পদ্ধতি নির্ধারণ করবে।

শনিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ১২০তম একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে রেজিস্ট্রার দফতর।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বলেন, পবিত্র ঈদুল আজহার পরের সপ্তাহ থেকে সব বিভাগের পরীক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে বিভাগগুলোকে শিক্ষাবর্ষের ধারাবাহিকতা অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। বিভাগ চাইলে স্বশরীরে ও অনলাইনেও পরীক্ষা নিতে পারবে।

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা স্বশরীরে নাকি অনলাইনে গ্রহণ করা হবে সে বিষয়ে সিন্ধান্ত গ্রহণ করবে বিভাগের একাডেমিক কমিটি। এছাড়াও সরকারি সিদ্ধান্ত না হলে আবাসিক হল বন্ধ থাকবে বলে জানান তিনি।

এর আগে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে একাডেমিক কমিটির সভা শুরু হয়।

সারাবাংলা/এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর