Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণে মহাসড়কে দুর্ভোগ, দাবি সেতু সচিবের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২১ ১৬:৪১ | আপডেট: ১৯ জুন ২০২১ ২০:২১

ঢাকা: সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান আর্থিক সংকটে থাকার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ ধীরগতিতে হচ্ছে। যে কারণে মহাসড়কে চলাচলরতদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

শনিবার (১৯ জুন) দুপুরে মহাসড়কের চেরাগআলী এলাকায় খানাখন্দ রাস্তা পরিদর্শন করে এমন দাবি করেন সেতু বিভাগের সচিব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আগামী তিনদিনের মধ্যে মহাসড়ক যানবাহন চলাচলের উপযোগী করা হবে। এজন্য প্রয়োজনীয় লোকবল বাড়ানো হবে। এ বিষয়ে ঠিকাদারদের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।’

কিছুক্ষণ পর সড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামও মহাসড়ক পরিদর্শন করেন।

উল্লেখ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃষ্টি আর বিআরটি প্রকল্পের খামখেয়ালী কাজের কারণে হাজার হাজার মানুষ দুর্ভোগে রয়েছে। এবিষয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিআরটি প্রকল্পের কাজ পরিদর্শন করতে আসেন এই দুই সচিব। এসময় তাদের সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

ঠিকাদারি প্রতিষ্ঠান বিআরটি প্রকল্প মহাসড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর