Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২১ ১৭:৩২

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সন্ধ্যায় গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেড় মাসেরও বেশি সময় তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার (১৯ জুন) বিকেলে বিএনপি চেয়াপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ (শনিবার) সন্ধ্যা ৭টার পর বিএনপি চেয়ারপারসন হাসপাতাল থেকে বাসায় ফিরবেন।

এর আগে ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তারপর ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে গুলশানের নিজ বাসভবন ফিরোজায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। চার দিন পর ১৫ এপ্রিল তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সে সময় চিকিৎসকরা জানান, সিটি স্ক্যানের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সে রাতেই বাসায় নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে।

পরে ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় নমুনা জমা দেওয়ার পর আবারও করোনা পজিটিভ আসে বিএনপি চেয়ারপারসনের। এরপর ২৭ এপ্রিল রাতে ফের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। ওই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এভারকেয়ার হাসপাতালে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছিল। এর মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ’তেও স্থানান্তর করা হয়েছিল। পরে তার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে দেওয়া হয়। এবারে তিনি হাসপাতালে চিকিৎসা নেওয়া শেষে বাসায় ফিরছেন।

ফাইল ছবি

সারাবাংলা/এজেড/টিআর

এভারকেয়ার হাসপাতাল খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর