শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
১৯ জুন ২০২১ ২০:৪৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে একটি পরিত্যক্ত জাহাজ ভাঙার কারখানায় দুর্ঘটনায় আহত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও তিন শ্রমিক আহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।
শনিবার (১৯ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার মাদামবিবির হাট এলাকায় এস এন করপোরেশন নামে একটি জাহাজ ভাঙার কারখানায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক সারাবাংলাকে বলেন, ‘এস এন করপোরেশনে জাহাজ কাটার কাজ চলছিল। গ্যাসের লাইনে লিকেজ ছিল বলে শুনেছি। হঠাৎ-ই গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। তখন চারজন শ্রমিক সম্ভবত লাফিয়ে পড়ে আহত হন। বিস্তারিত তথ্য এখনও পাইনি। ঘটনাস্থলে পুলিশ আছে। তারা তদন্ত করছেন। আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আবু হামিদ সারাবাংলাকে বলেন, ‘রিপন চাকমা নামে আনুমানিক ২৪ বছর বয়সী একজন শ্রমিককে আহত অবস্থায় হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আমরা শুনেছি চারজন আহত হয়েছেন। বাকি তিনজনকে আমাদের হাসপাতালে আমরা পাইনি। সম্ভবত তাদের কোনো বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।’
সারাবাংলা/আরডি/পিটিএম