Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ার তিন ফতোয়াবাজ গ্রেফতার


১২ ডিসেম্বর ২০১৭ ২০:০২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গ্রেফতার করা হয়েছে কুষ্টিয়ার তিন ফতোয়াবাজকে। এরা হচ্ছেন মসজিদের ইমাম আবু মুসা, মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন ও সেক্রেটারি মতিউর রহমান।

কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদী হাসান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান চালিয়ে তিন প্রধান ফতোয়াবাজকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদেরও ধরা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ফতোয়াবাজদের ধরতে অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা।

কুষ্টিয়ার কুমারখালি উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে ওই ফতোয়ার ঘটনা ঘটে। যাতে নারীদের কৃষিক্ষেতে গিয়ে কাজ করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফরে সে নিষেধাজ্ঞার কথা মাইকে ঘোষণা দেওয়া হয়। তাতে বলা হয়, নারীরা কাজ করতে গেলে ফসলহানি হয় এবং ক্ষেত নষ্ট হয়।

‘নারীরা অপবিত্র, ফসলের ক্ষতি হবে’ এই অজুহাতে নারীদের ফসলের মাঠে না নামার ফতোয়া দেয়া হয়েছে। সেই ফতোয়া গ্রামের মসজিদের মাইকে ‘অমায়িকরা’ দফায় দফায় ঘোষণাও দিয়েছে। ভাবছেন ঘটনাটা পাকিস্তান কিম্বা সৌদী আরবের? না, এটা খোদ বাংলাদেশেই ঘটেছে।

সারাবাংলা/এমএমকে

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর