Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে আরও ৩ মৃত্যু

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২০ জুন ২০২১ ০৯:২৬ | আপডেট: ২০ জুন ২০২১ ১১:৩২

ঠাকুরগাঁও: জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৬ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল দুই হাজার ৩৩৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৪ জনের।

রোববার (২০ জুন) সকালে সিভিল সার্ভিস কার্যালয় থেকে সরবরাহকৃত তথ্য অনুসারে নমুনা পরীক্ষার বিপরীতে করোনায় আক্রান্তের হার প্রায় ৩৬ শতাংশ।

এদিকে, আগের আক্রান্তদের মধ্যে রংপুর করোনা ডেডিকেটেড হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলার ৭০ বছর বয়সী এক পুরুষ, ৫৫ বছর বয়সী এক নারী এবং হরিপুর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, জেলায় করোনার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সকলকে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি।

সারাবাংলা/একেএম

নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর