ব্রাজিলে করোনায় ৫ লাখ মৃত্যু
২০ জুন ২০২১ ১০:২৪
করোনা মহামারিতে মৃত্যুর হিসাবে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে কোভিডজনিত মোট মৃত্যু পাঁচ লাখ ছাড়িয়েছে।
ভ্যাকসিন কর্মসূচির ধীর গতি, নতুন ভ্যারিয়েন্টের বিস্তার এবং শীতের শুরু ও কঠোর সামাজিক দূরত্ব বিধি আরোপে সরকারি অনীহা এসব কারণে দেশটিতে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাজিলের মাত্র ১১ শতাংশ পূর্ণবয়স্ক মানুষ করোনা ভ্যাকসিনের দুই ডোজ পেয়েছেন। এ অবস্থায় পরিস্থিতিকে ‘সংকটজনক’ বলেছে দেশটির স্বাস্থ্য ইনস্টিটিউট ফিয়োক্রুজ।
শনিবার (১৯ জুন) ব্রাজিলে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন আর তাদের মধ্যে পাঁচ লাখ ৮০০ জনের মৃত্যু হয়েছে।
গত সপ্তাহ থেকে ব্রাজিলে দৈনিক গড়ে দুই হাজার মানুষের মৃত্যু হচ্ছে। মৃত্যুর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান।
সারাবাংলা/একেএম