Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-গাজীপুর রুটে ৩ জোড়া বিশেষ ট্রেন

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২১ ১০:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সড়কপথে মানুষের দুর্ভোগ কমাতে ঢাকা-গাজীপুর পথে তিন জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়েছে।

রোববার (২০ জুন) থেকে ট্রেনগুলো নির্দিষ্ট রুটে চলাচল শুরু করেছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তুরাগ এক্সপ্রেস ট্রেন এবং টাঙ্গাইল ও কালিয়াকৈর কমিউটারের তিন জোড়া ট্রেন প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলাচল করবে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভোর পাঁচটায় ছেড়ে যাবে তুরাগ এক্সপ্রেস ছয়টায় পৌঁছাবে জয়দেবপুর। একই ট্রেন জয়দেবপুর থেকে ছেড়ে গিয়ে নারায়ণগঞ্জ পৌঁছাবে সকাল সাতটায়।

অন্যদিকে, টাঙ্গাইল কমিউটার বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে সকাল ৬ টা ৪০ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে সকাল ৮টা ২০মিনিটে। কমলাপুর এসে পৌঁছাবে সকাল সাড়ে নয়টায়। কালিয়াকৈর ট্রেন কমলাপুর থেকে ছাড়বে দুপুর পৌনে দুইটায়। সেটা জয়দেবপুর পৌঁছানোর পর সেখান থেকে বিকেল সাড়ে পাঁচটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/জেআর/একেএম