Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিউদ্দিনকে শ্রদ্ধায় স্মরণ করলেন হুইপ স্বপন

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২১ ১২:৩৬

চট্টগ্রাম ব্যুরো: প্রয়াত রাজনীতিক সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবরে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এসময় তিনি মহিউদ্দিনের গৌরবোজ্জ্বল রাজনৈতিক জীবনের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

রোববার (২০ জুন) সকাল আটটায় জাতীয় সংসদের হুইপ স্বপন নগরীর চশমাহিলে মহিউদ্দিনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর কবর জিয়ারত করেন।

এসময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে স্বপন বলেন, ‘এবিএম মহিউদ্দিন চৌধুরী গণমানুষের নেতা ছিলেন। সাধারণ মানুষের কাতারে মিশে রাজনীতি করতেন, তাদের দাবি আদায়ে সবসময় সোচ্চার ছিলেন। আন্দোলন-সংগ্রামে তার অগ্রণী ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

এর আগে, সকাল চশমাহিলের বাসভবনে পৌঁছালে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে মহিউদ্দিনের স্ত্রী হাসিনা মহিউদ্দিন অভ্যর্থনা জানান।

শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন মহিউদ্দিনের সন্তান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলার সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, মশিউর রহমান, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুর হক সুমন ছিলেন।

এদিকে, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর শনিবারই প্রথম আবু সাঈদ আল মাহমুদ স্বপন চট্টগ্রামে আসেন। দলের প্রয়াত শীর্ষ নেতাদের কবর জিয়ারতের পর তিনি সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলা এবং হাটহাজারী উপজেলার দায়িত্বশীল নেতাদের সঙ্গে বৈঠক করেন।

সারাবাংলা/আরডি/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর