চট্টগ্রাম: চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী জনস্বাস্হ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেছেন ,
যেকোনো সেবামূলক সংগঠনে স্বেচ্ছাসেবকরাই হচ্ছে জ্বালানী। তাদের সক্রিয় ও আন্তরিক অংশগ্রহণ ছাড়া সংগঠনের কাজ চলে না। স্বেচ্ছাসেবকরাই সংগঠনের প্রাণ।
শনিবার (১৯ জুন) এম ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে হল রুমে ৩৮টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মিলনমেলায় তিনি এসব কথা বলেন।
ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন ছোট কাজের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ভূমিকা রাখা সম্ভব।
আর এম এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি এম মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জালাল মিয়া, আর এম এডুকেশন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. গিয়াস উদ্দীন, ছিন্নমূল কল্যাণ ট্রাস্ট এর সভাপতি মো. ফরিদ উদ্দীন, মোগলটুলী মানবতা সংস্থার সমন্বয়কারী মো. সালাহ উদ্দীন সরকার, ৩৩ টাকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম এন ইসলাম রানাসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা।