বগুড়ার ৩ হাসপাতালে আরও ৫ মৃত্যু
২০ জুন ২০২১ ১৫:৪৪
বগুড়া: জেলার করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক কঠোর বিধি নিষেধ জারি করা হয়েছে। প্রথম দিনের ২৪ ঘন্টায় নতুন করে ৭৪ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্ত এবং উপসর্গসহ করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে দুই জন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এক জন এবং বেসরকারী টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে।
এদিকে, করোনা সংক্রমনের উর্ধ্বগতির কারণে জেলা প্রশাসন শনিবার (১৯ জুন) রাত ১২টা থেকে এক সপ্তাহের জন্য সদর এবং পৌর এলাকায় কঠোর এবং সর্বাত্মক বিধি নিষেধ আরোপ করে।
রোববার (২০ জুন) সকাল থেকে শহরের মার্কেট, শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও যানবাহন চলাচল করতে দেখা গেছে। বিধি নিষেধ মানার সরকারি আদেশ মানতে শহর এবং সদর এলাকার বিভিন্ন স্থানে চারটি মোবাইল কোর্ট সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালায়। এ সময় সংক্রমণ প্রতিরোধ আইনে জরিমানা করা হয়।
এ ব্যাপারে বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম জানিয়েছেন, জেলায় করোনা পরীক্ষা বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। উপজেলা পর্যায়ে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে।
সারাবাংলা/একেএম