Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহসীন কলেজে ছাত্রলীগের বৃক্ষরোপণ

সারাবাংলা ডেস্ক
২০ জুন ২০২১ ১৮:২৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সরকারি হাজি মুহম্মদ মহসীন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুন) কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগের ক্যাম্পাসসংলগ্ন পাহাড়ে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘মুজিব আদর্শে বিশ্বাসীরা তিনটি করে গাছ লাগান’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আহ্বানে সাড়া দিয়ে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন জানিয়েছেন।

এসময় অন্যদের মধ্যে মহসীন কলেজ ছাত্রলীগ নেতা তাফহিমুল ইসলাম সোহেল, বশির উল্লাহ লিটন, তাওহীদুল হক কাইসার, জয়নাল আবেদিন, রাকিব বিন আবদুর, যুবরাজ দাশ, আনিসুর রহমান, অভি রায়, মারিয়া মেহেরোজ, রিদুয়ানুল ইসলাম, সাহিদুর রহমান, মেহেরাব হোসেন, আয়াছ মাহমুদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এমও

ছাত্রলীগ বৃক্ষরোপণ মহসীন কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর