Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনায় আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২১ ২৩:৫৯

ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালকুদার করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় তার করোনা ধরা পড়ে।

রোববার (২০ জুন) রাতে মাহবুব তালকুদারের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্যার গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে প্রথমে তাকে আইসিইউতে নেওয়া হয়। রোববার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।’

এনাম উদ্দীন বলেন, ‘পরীক্ষায় মাহবুব তালুকদারের করোনা পজিটিভ এসেছে। বর্তমানে স্যারের অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে তিনি আপাতত ভালো আছেন। এখনও কোনো প্রকার শারীরিক সমস্যা দেখা দেয়নি। তিনি শারীরিক কোনো সমস্যা অনুভব করছেন না।’

সারাবাংলা/জিএস/পিটিএম

করোনা টপ নিউজ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর