Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর ২ ওয়ার্ডে এডিস মশার লার্ভা বেশি: স্বাস্থ্য অধিদফতর

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জুন ২০২১ ০০:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর ঢাকার দুই সিটি করপোরেশনের দুটি ওয়ার্ডে ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার লার্ভা বেশি পরিমাণে পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ওয়ার্ড দুটি হলো- ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ড (ইকবাল রোড–লালমাটিয়া) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৮ নম্বর ওয়ার্ড (সায়দাবাদ-উত্তর যাত্রাবাড়ী)।

রোববার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতরের আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানান প্রতিষ্ঠানটির রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

অধ্যাপক নাজমুল বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে সিটি করপোরেশনের যে সারভাইলেন্স টিম আছে তার সঙ্গে ঢাকা শহরের বিভিন্ন বাড়িতে জরিপ চালানো হয়েছে। আমাদের সাতটি টিম এক হাজার ১২টি বাড়িতে জরিপ চালিয়েছে। টিমগুলো ২৬০টি বাড়িতে এডিস মশার লার্ভা পেয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জরিপ পরিচালনার সময় কনস্ট্রাকশন সাইটের মেঝেতে জমা পানি, প্লাস্টিকের ড্রাম, বালতি, পানির ট্যাংক, ফুলের টব, ট্রে, প্লাস্টিকের বোতল, লিফটের গর্ত যেখানে থাকে, সেখানে আমরা এডিস মশার উপস্থিতি পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড (ইকবাল রোড–লালমাটিয়া) এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড (সায়দাবাদ-উত্তর যাত্রাবাড়ী) দুটি ইনডেক্সে সবচেয়ে বেশি পাওয়া গেছে। এসব জায়গায় আমরা যদি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করি তাহলে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে।’

সারাবাংলা/এসবি/পিটিএম

এডিস মশা রাজধানী লার্ভা

বিজ্ঞাপন

লড়াই শেষ হয়নি: নাহিদ
২ জুলাই ২০২৫ ১৮:৩২

আরো

সম্পর্কিত খবর