Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলম্বিয়া থেকে আসা কনটেইনারে অজগর সাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২১ ১২:৫৩

গাজীপুর: কলম্বিয়া থেকে আসা শিপমেন্টের কাঁচামালের কনটেইনার থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে গাজীপুর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। রোববার (২১ জুন) দুপুরে টঙ্গীর আনোয়ার ইস্পাত কারখানা চত্বরের একটি কনটেইনার থেকে সাপটি উদ্ধার করা হয়।

পরে বিকালে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে অজগরটি। কারখানার ম্যানেজার (এডমিন) মো. মিজানুর রহমান বলেন, কলম্বিয়া থেকে কনটেইনারে আমদানি করা ইস্পাতের কাঁচামাল কারখানায় আসতে প্রায় চার মাস সময় লাগে। শনিবার ওই কনটেইনার আনলোড করতে গেলে সাপটি নজরে আসে। পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটে খবর দিলে তারা সাপটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

বন‌্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, বোয়া কনস্ট্রিক্টর জাতের এ সাপটি লম্বায় ৫-৬ ফুট। সাপটির ওজন চার কেজি। বয়স প্রায় সাত মাস। সাপটি তিন-চার মাস না খেয়ে থাকায় বেশ দুর্বল হয়ে পড়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, অজগরটি অসুস্থ থাকায় সেটি পার্কের ভেতরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সারাবাংলা/এএম

অজগর সাপ কলম্বিয়া গাজীপুর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর