Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে কাভার্ড ভ্যান চাপায় ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২১ ১৩:২৫

ময়মনসিংহ: জেলার ভালুকায় কাভার্ড ভ্যানের চাপায় ট্রাক চালকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২১ জুন) ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিডস্টোর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ভোররাতে ময়মনসিংহগামী একটি মালবোঝাই ট্রাক বিকল হওয়ায় ট্রাকের চালক এবং হেলপার মহাসড়কের পাশে ট্রাক রেখে চাকা মেরামত করছিলেন। তাদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন ট্রাকের আরেক যাত্রী।

বিজ্ঞাপন

এসময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাদের তিনজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চালক শাহ আলম এবং হেলপার রবিউল ঘটনাস্থলেই মারা যান।

আহত যাত্রী রাব্বিকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয় বলে জানান ওসি।

সারাবাংলা/এমও

৩ জনের মৃত্যু কাভার্ড ভ্যান টপ নিউজ

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর