ভ্যাকসিন পাচ্ছেন খুবি শিক্ষার্থীরা
২১ জুন ২০২১ ১৫:৩৯
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। শনিবার (১৯ জুন) থেকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় তলায় খুবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানিয়েছেন, ইতোমধ্যে তারা অনেকেই ভ্যাকসিন নিয়েছেন খুমেক হাসপাতাল থেকে।
জানা যায়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে গেলে সেখানেই রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে পারবেন। জাতীয় পরিচয়পত্রের মূল কপি না থাকলে অনলাইন কপিও নিয়ে যাওয়া যাবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী খুলনার বাইরে আছেন তারা নিকটস্থ কেন্দ্রে গিয়ে জাতীয় পরিচয়পত্র এবং হলের পরিচয়পত্র দেখিয়ে ভ্যাকসিন নিতে পারবেন।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, ইউজিসি বা অন্য কোনো মহল থেকে এখনও আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয় নি। নির্দেশনা পেলে তখন এ বিষয়ে বলতে পারবো।
সারাবাংলা/এসএসএ