Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৌরনদীতে ককটেলের আঘাতে মেম্বর প্রার্থীর কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২১ জুন ২০২১ ১৫:৪৩ | আপডেট: ২১ জুন ২০২১ ১৬:৩২

বরিশাল: গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় ককটেলের আঘাতে মৌজে আলী মৃধা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২১ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

মৌজে আলী মৃধা ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. ফিরোজের (মোরগ) কর্মী বলে জানা গেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি এস এম আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপ্রাপ্তবয়স্ক একজন ওই কেন্দ্রে ভোট দিতে যায়। ভোট গ্রহণকারীরা তাকে চ্যালেঞ্জ করেন। তখন স্থানীয়দের মধ্যে এই বিষয়টি নিয়ে তর্কাতর্কি হলে একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

ঘটনাটি কেন্দ্রের বাইরে ছড়িয়ে পড়ে। তখন ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে মৌজা আলী মৃধাসহ তিনজন আহত হন। তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃধাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসএসএ

ইউনিয়ন পরিষদ নির্বাচন গৌরনদী

বিজ্ঞাপন

দেশে সবুজ কারখানা ২৫৩টি
১৯ জুলাই ২০২৫ ১৩:৪৭

আরো

সম্পর্কিত খবর