Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে কঠোরভাবে লকডাউন পালন, ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২১ ১৭:৫৬

নড়াইল: জেলায় লকডাউনের প্রথম দিন কঠোরভাবে পালিত হচ্ছে। সোমবার (২১ জুন) সকাল থেকে কোনো ধরনের গণপরিবহন চলাচল করে নাই। তবে কিছু ভ্যানগাড়ী চলাচল করতে দেখা গেলেও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাতে বাধা দেয়। শহরের প্রধান প্রধান মার্কেটের দোকানগুলোও বন্ধ রয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নড়াইলের সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার এ তথ্য নিশ্চিত করেন। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, নড়াইলে গত ২৪ ঘণ্টায় ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। রিপোর্টের বিচারে আক্রান্তের হার ৫৫ দশমিক ৬৯ শতাংশ।

বিজ্ঞাপন

জেলায় এখন পর্যন্ত দুই হাজার ২৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট সুস্থ্য হয়েছে এক হাজার ৮৬৪ জন। নতুন একজনসহ করোনায় মোট মৃতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩৭৩ জন বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

লড়াইলে লকডাইনের কারণে দোকানপাট বন্ধ

এর আগে, গত ১৯ জুন রাতে নড়াইলে লকডাউন জারি করে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নড়াইল জেলায় ২০ জুন রাত ১২টা থেকে আগামী ২৭ জুন রাত ১২টা পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, রেস্তোরাঁ, মুদির দোকান ও চায়ের দোকান বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, মাছের বাজার ও ফলের দোকান প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলার অভ্যন্তরে অথবা আন্তজেলা, দূরপাল্লার সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। এক্ষেত্রে ইজিবাইক থ্রি হুইলারসহ সকল যানবাহন লকডাউনকালে বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। আর জরুরি প্রয়োজনে চলাচলকারী সকলকে মাস্ক পরিধান করতে হবে। তবে জরুরি পরিষেবা যেমন— চিকিৎসা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী এবং সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা এই লকডাউনের আওতা মুক্ত থাকবে।

বিজ্ঞাপন

এসব আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/এনএস

করোনাভাইরাস নড়াইল লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর