Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আস্থা ভোটে হেরে গেলেন সুইডেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২১ ১৯:৫২

সুইডেনের পার্লামেন্টে এক আস্থা ভোটে প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন পরাজিত হয়েছেন। ফলে এক সপ্তাহের ভিতর পদত্যাগ করতে হবে তাকে।

এর আগে গত মঙ্গলবার (১৫ জুন) সুইডেনে নতুন নির্মিত ভবনে ভাড়া নিয়ন্ত্রণ নীতি শিথিল করার প্রতিবাদে ক্ষমতাসীন জোট থেকে সমর্থন প্রত্যাহার করে বামপন্থী দল। ওই দিনই পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। সোমবার (২১ জুন) এ অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হয়।

সুইডেনের ৩৪৯ সদস্যের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব পাস হতে ১৭৫টি ভোটের প্রয়োজন হয়। সোমবার ১৮১ সদস্য অনাস্থা প্রস্তাবটির পক্ষে ভোট দেন।

সুইডেনে ২০১৪ সাল থেকে ক্ষমতায় সোশ্যাল ডেমোক্রেটদের নেতৃত্বাধীন সংখ্যালঘুদের জোট। এ জোটের অন্য দল গ্রিন পার্টি। তবে বামপন্থী দল সমর্থন প্রত্যাহার করায় এবার জোট সরকারের পতন হলো।

আস্থা ভোটে হেরে যাওয়ায় এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করে পার্লামেন্টের স্পিকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন স্টেফান লোফভেন। পরে স্পিকার নতুন সরকার গঠন করবেন বা দেশটিতে সাধারণ নির্বাচন দেবেন।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর