Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ারে ‘মাস্টার্স অব পাবলিক হেলথ’ প্রোগ্রাম চালু

সারাবাংলা ডেস্ক
২১ জুন ২০২১ ১৯:৪৮

চট্টগ্রাম ব্যুরো: প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিজ্ঞান অনুষদের অধীনে ‘মাস্টার্স অব পাবলিক হেলথ’ প্রোগ্রাম চালু হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পাবার পর বিষয়টি চালু করা হয়েছে বলে জানিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

সোমবার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রিমিয়ার ইউনিভার্সিটি অনেক আগেই ‘মাস্টার্স অব পাবলিক হেলথ’ প্রোগ্রাম চালু করার উদ্যোগ নিয়েছিল। দেশের মানুষের জনস্বাস্থ্যের কথা চিন্তা করে শিক্ষিত ও দক্ষ জনস্বাস্থ্য কর্মী তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‘মাস্টার্স অব পাবলিক হেলথ’ প্রোগ্রামের শিক্ষার্থীরা এই জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন এবং জনস্বাস্থ্য বিষয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। নতুন এই প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রিমিয়ার ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাফেয়ার্স বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/আরডি/এনএস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর