অনলাইনে যাচাই করা যাবে শিক্ষক নিবন্ধন
২১ জুন ২০২১ ২০:৫৮
ঢাকা: জুলাই মাসের প্রথম দিন থেকে শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ের কাজ শুরু হবে। সেবা সহজ করতে এবার এটি অনলাইনে করা হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
সোমবার (২১ জুন) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে এনটিআরসিএ। আদেশে জানানো হয়, নিবন্ধনধারী শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাইয়ের আবেদন অনলাইনে গ্রহণ ও অনলাইনে যাচাই প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এনটিআরসিএ বলছে, যেসব প্রতিষ্ঠান নিবন্ধনধারী কোনো শিক্ষকের নিবন্ধন যাচাই করতে ইচ্ছুক সেসব প্রতিষ্ঠান [email protected] মেইলে সংশ্লিষ্ট শিক্ষকের নিবন্ধন সনদ ও নিয়োগপত্র প্রতিষ্ঠান থেকে সত্যায়িত করে পাঠাতে হবে।
যে মেইলে প্রতিষ্ঠান যাচাই প্রতিবেদন পেতে ইচ্ছুক, তা ফরোয়ার্ডিং পত্রে উল্লেখ করতে হবে। সনদ যাচাইয়ে কোনো ফি দিতে হবে না। ফরওয়ার্ডিং পত্রে উল্লেখ করা মেইলে যাচাই প্রতিবেদন পাঠানো হবে এবং এনটিআরসিএ ওয়েবসাইট (http://www.ntrca.gov.bd/) থেকে যাচাই প্রতিবেদন ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। এই নির্দেশনা এক জুলাই থেকে কার্যকর হবে।
সারাবাংলা/টিএস/টিআর