Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলীতে ডুবেছে পণ্যবোঝাই জাহাজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুন ২০২১ ২২:৪১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দর সীমানায় কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে একটি পণ্যবোঝাই লাইটারেজ জাহাজ ডুবে গেছে। তবে এতে থাকা নাবিকরা নিরাপদে আছেন। সোমবার (২১ জুন) সন্ধ্যায় কর্ণফুলী নদীর মাঝিরঘাটে এ দুর্ঘটনা ঘটেছে।

নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা সারাবাংলাকে জানান, মাঝিরঘাটের পাশে ‘ওটি মিক হৃদয়–১’ নামের তেলবাহী একটি জাহাজ নোঙর করা ছিল। পণ্যবাহী লাইটার জাহাজ ‘এমভি রুহুল আমিন খান’ মাঝিরঘাটে ভেড়ানোর সময় ওই জাহাজের সঙ্গে ধাক্কা লাগে।

বিজ্ঞাপন

ধাক্কা দেওয়ার পর ‘রুহুল আমিন খান’ জাহাজটি ধীরে ধীরে ডুবে যায়। এসময় আশপাশের নৌযান গিয়ে নাবিকদের উদ্ধার করে। দুর্ঘটনায় তেলবাহী জাহাজটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনাস্থলে নৌপুলিশ তৎপর রয়েছে। দুর্ঘটনাকবলিত জাহাজের আশপাশ দিয়ে জাহাজ চলাচলে সতর্কতা জারি করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা কীর্তিমান জানিয়েছেন।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে বলেন, দুর্ঘটনার পর বন্দর থেকে দুর্ঘটনাস্থল চিহ্নিত করে দেওয়া হচ্ছে। জাহাজটি উদ্ধার কার্যক্রমে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ফাইল ছবি

সারাবাংলা/আরডি/টিআর

কর্ণফুলী নদী পণ্যবোঝাই জাহাজ লাইটার জাহাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর