Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাণাধীন ভবনে রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২১ ১০:৫৩

নারায়ণগঞ্জ: জেলা শহরের নলুয়াপাড়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- রাজু হোসেন ও ফরহাদ মিয়া। সোমবার (২১ জুন) রাতে ওই এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কাউসার মিয়ার নির্মাণাধীন ভবনে রড তোলার সময়ে রাস্তার পাশে থাকা ৩৩ হাজার হাই ভোল্টেজের তারের সঙ্গে জড়িয়ে পড়ে রাজু ও ফরহাদ। সেখানে তারা বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়।

পরে খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তবে নিহতদের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয়। পুরো ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করে বাড়ির মালিক।

হাসপাতালের আবাসিক চিকিৎসক আসাদুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট দুই জনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

সারাবাংলা/এমও

টপ নিউজ নির্মাণাধীন ভবন বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর