২ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বিএসটিআই’র
সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জুন ২০২১ ১৭:০৫
২২ জুন ২০২১ ১৭:০৫
ঢাকা: সিএম লাইসেন্স ছাড়া পণ্য বিপণনের অপরাধে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (২২ জুন) রাজধানীর আদাবর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। প্রতিষ্ঠান দুটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই জানিয়েছে, আদাবর এলাকায় অবস্থিত ফাহিম ডেইরি ফার্ম অ্যান্ড ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকার আগোরা লিমিটেডকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির ফিল্ড অফিসার আফসানা হোসেন অংশ নেন।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম