Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতাকামী ৯ কাতালান নেতাকে সাধারণ ক্ষমা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২১ ০০:১১

২০১৭ সালের এক ব্যর্থ স্বাধীনতা প্রস্তাবের সঙ্গে জড়িত কাতালানের ৯ স্বাধীনতাকামী নেতাকে আনুষ্ঠানিকভাবে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে স্পেন সরকার।

২০১৯ সালের দেশদ্রোহীতার অভিযোগ এবং পরবর্তীতে তাদের মধ্যে তিন জনের বিরুদ্ধে প্রচলিত আইনের প্রতি অবজ্ঞা দেখানোর অভিযোগ প্রমাণিত হলেও তাদেরকে জেলে নেওয়া হয়নি।

বিবিসি জানিয়েছে, স্পেন সরকারের এই সাধারণ ক্ষমার ঘোষণা কাতালানের স্বাধীনতাবিরোধী হাজার হাজার নাগরিকের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

কিন্তু, স্পেন সরকার মনে করছে— এই সিদ্ধান্ত কাতালানের অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, স্পেনের অধীনে আধা-সায়ত্ত্বশাসনে থাকা কাতালান ২০১৭ স্বাধীনতার দাবি তোলে। আলাদা রাষ্ট্র গঠনের দাবি নিয়ে সেসময় তারা স্পেনের ৪০ বছরের আধুনিক গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় অস্থিরতা তৈরি করেছিলেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন।

সারাবাংলা/একেএম

কাতালান টপ নিউজ সাধারণ ক্ষমা


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর