Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামী ছেড়ে যাওয়ায় শিশু সন্তান রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২১ ১৪:০৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল [ফাইল ছবি]

ঢাকা: রাজধানীর খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকার একটি বাসা থেকে মারজানা আক্তার মাধবী (৩১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুন) সকাল ১০টার দিকে সাততলা ওই ভবনের চতুর্থতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলু রহমান জানান, পড়নের শাড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

মৃতের বড় বোন রুমানা আফরিন জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টুঙ্গীবাড়ী উপজেলার কামারখারা গ্রামে। বাবার নাম আফাজ উদ্দিন। একমাত্র ছেলে রাইয়ানকে (৬) নিয়ে দক্ষিণ গোড়ানের ওই বাসায় ভাড়া থাকতেন মাধবী। ১২ বছর আগে রাসেল মাহমুদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর থেকেই সম্পর্কের অবনতি হয়। দুই মাস আগে রাসেল তাকে ঢাকায় রেখে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে চলে যায়। মাধবীর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করছিলেন না।

সারাবাংলা/এসএসআর/এএম

আত্মহত্যা খিলগাঁও গৃহবধূ মুন্সীগঞ্জ রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর