Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতুতে দায়িত্বরত চীনা প্রকৌশলী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২১ ১৫:০৫ | আপডেট: ২৩ জুন ২০২১ ১৭:০৪

মুন্সীগঞ্জ: এখনো উদ্ধার হয়নি পদ্মাসেতু প্রকল্পে দায়িত্বপালনরত চীনা প্রকৌশলী ঝাও (২৫)।

মঙ্গলবার (২২ জুন) রাতে সাড়ে আটটার সেতুর মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারে দায়িত্বরত অবস্থায় পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হন এই চীনা প্রকৌশলী। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মাসেতু প্রকল্পের ১৩ নম্বর পিলারে পাশে বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ চলছিল। সেখানে ঝাও দায়িত্বরত ছিলেন। কাজ করার পর থেকে রাত সাড়ে আটটায় তাকে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন।

সকাল থেকে নৌপুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযানে ঝাও কে উদ্ধার করার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (লৌহজং ও শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান। তবে এ বিষয়ে পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

সারাবাংলা/এএম

পদ্মাসেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর