ভারতে উদ্বেগ বাড়াচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট
২৩ জুন ২০২১ ১৭:৪০
ভারতে করোনাভাইরাসের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৪০ ছুঁয়েছে। বুধবার (২৩ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি রাজ্যে এ ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্ত হয়েছে। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের আরও শক্তিশালী রূপ। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টকে ইতিমধ্যে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে চিহ্নিত করেছে ভারত সরকার।
ভারতের বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, শীঘ্রই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে দেশটিতে। বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন সংকটের অনুঘটক হতে যাচ্ছে শক্তিশালী এই ভ্যারিয়েন্ট। এমন অবস্থায় দেশটিতে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির খবর উদ্বেগ তৈরি করেছে।
বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আরও প্রায় দুই ডজন রোগীর শরীরে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মহারাষ্ট্র, কেরেলা ও মধ্যপ্রদেশে এসব সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ইতিমধ্যে মহারাষ্ট্রে ২১ জনের শরীরের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এছাড়া মধ্যপ্রদেশে ৬ জন, কেরেলায় ৩ জন, তামিলনাড়ুতে ৩ জন, কর্ণাটকে ২ জন, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ ও জম্মুতে এক জন করে আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, গত সপ্তায় ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্স (এআইআইএমএস) এর প্রধান ডা. রনদিপ গুলেরিয়া দেশটিতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আসন্ন বলে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুক্তরাজ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট তৃতীয় ঢেউয়ের কারণ হয়েছে। এটি এখনও মিউটেশন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। নতুন ঢেউগুলোর মধ্যকার দূরত্ব কমে আসছে। এটি উদ্বেগের কারণ।
ভারতে এ পর্যন্ত প্রায় ৫ শতাংশ মানুষকে ভ্যাকসিনের উভয় ডোজের আওতায় আনা হয়েছে। এ বছরের শেষ নাগাদ দেশটির ১৩০ কোটি জনসংখ্যার ১০৮ কোটিকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্য রয়েছে দেশটির সরকারের। করোনাভাইরাস মোকাবিলায় মানুষকে দ্রুত ভ্যাকসিনের আওতায় আনা সবচেয়ে জরুরি বলে জানান এ স্বাস্থ্য বিশেষজ্ঞ।
আরও পড়ুন
সারাবাংলা/আইই