Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় আরও ৪ মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২১ ১৮:৫১

বগুড়া: জেলায় করোনা সংক্রমণ এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এবং মোহাম্মাদ আলী হাসপাতালে চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন বগুড়া ও একজন নওগাঁ জেলার অধিবাসী।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬২ জন।

এদিকে, জেলার হাসপাতালগুলোতে করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে করোনা চিকিৎসায় ডেডিকেটেড বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে শয্যা সংখ্যা বাড়িয়ে ১১৬ থেকে ১৬০ এ উন্নীত করা হয়েছে। হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে আরও শয্যা বাড়ানো হবে।

বিজ্ঞাপন

বুধবার সকাল পর্যন্ত জেলার তিন হাসপাতালে ২৮৯ জন করোনা সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়েছে। এর মধ্যে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ১১৫, শজিমেক হাসপাতালের করোনা ইউনিটে ৯৩ ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৭৮ জন চিকিৎসা নিচ্ছেন।

সারাবাংলা/একেএম

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর