মেহেরপুরে ২ মৃত্যু, সংক্রমণ হার ৫২ শতাংশ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২১ ১৯:১৯
২৩ জুন ২০২১ ১৯:১৯
মেহেরপুর: জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তারা মুজিবনগর ও গাংনী উপজেলার অধিবাসী।
মঙ্গলবার (২২ জুন) দিবাগত গভীর রাত এবং বুধবার (২৩ জুন) মেহেরপুর জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেনঃ মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের হযরত আলীর স্ত্রী নসিয়া বেগম (৬০) এবং গাংনী উপজেলার শিশিরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী নাসিমা খাতুন (৪৫)।
এদিকে, মেহেরপুর সিভিল সার্জন অফিস মৃত্যু ও সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে জানান, ৯১ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় সংক্রমণ শনাক্তের হার ৫১.৫৬ শতাংশ।
এছাড়াও, জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭৭ জন বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়েছে।
সারাবাংলা/একেএম