Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যা পরিস্থিতি জানতে পানিসম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২১ ২০:০৭

ঢাকা: বর্ষা মৌসুমে সারাদেশে বন্যা পরিস্থিতির পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে পানি সম্পদ মন্ত্রণালয়।

বুধবার (২৩ জুন) নিয়ন্ত্রন কক্ষ চালু করে অফিস আদেশ জারি করা হয়েছে। এ আদেশ কার্যকর করতে বৃহস্পতিবার (২৪ জুন) কন্ট্রোল রুমে দায়িত্ব দেওয়া হবে।

আদেশে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বন্যা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ তৎপরতা মনিটরিং সেলের এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সঙ্গে সমন্বয় করবেন। কন্ট্রোল রুমের ফোন নম্বর ০১৩১৮২৩৪৫৬০।

সারাবাংলা/জেআর/পিটিএম

কন্ট্রোল রুম পানিসম্পদ মন্ত্রণালয় বন্যা পরিস্থিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর