Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজার কিশোরী পেল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

সারাবাংলা ডেস্ক
২৩ জুন ২০২১ ১৯:১২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের নিম্ন আয়ের পরিবারের প্রায় এক হাজার কিশোরীকে করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার এইড ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।

বুধবার (২৩ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন কিশোরীর হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা মোকাবিলার এই কার্যক্রমের আওতায় ডিএসকে চট্টগ্রামে ৯৫১ জন কিশোরীকে ৩৮ হাজার ৯৪২টি মাস্ক, ২৫ হাজার স্যানিটাইজার ও ৩ হাজার ৩০০ জোড়া গ্লাভস দিয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বলেন, ‘ওয়াটার এইড ও ডিএসকে’র কার্যক্রম কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে বড় ধরনের ভূমিকা রাখবে। চলমান কোভিড পরিস্থিতিতে কিশোরীদের প্রতি আরও যত্নশীল হতে হবে। এজন্য পরিবারের পাশাপাশি সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারিভাবে সমন্বিত উদ্যোগ নিতে হবে।’

প্রকল্প ব্যবস্থাপক আরেফাতুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসকে’র কার্যক্রম  উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা আবু তৈয়ব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএসকে’র কর্মকর্তা উজ্জ্বল শিকদার, দিলীপ নারায়ণ দাস, টেকনিক্যাল অফিসার সুব্রত পাল ছিলেন।

সারাবাংলা/আরডি/টিআর

ওয়াটার এইড ডিএসকে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর