ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন
২৩ জুন ২০২১ ২০:৫৪
ঢাকা: ভারত থেকে চাল আমদানি ও সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের পরামর্শক নিয়োগসহ ১৬টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ১৬টি প্রস্তাবের মধ্যে ৯টি প্রস্তাবই দর সংশোধনীর (ভেরিয়েশন)। দর সংশোধনীর মধ্যে ৭টি প্রস্তাবে ব্যয় বেড়েছে প্রায় ৭৯ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা এবং দুটি প্রস্তাবে ব্যয় কমেছে ১১ কোটি ২২ লাখ ৭৫ হাজার টাকা। মূল সাতটি ক্রয় প্রস্তাবে মোট ব্যয় হবে ৫২৫ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা। সব মিলিয়ে ১৬টি প্রস্তাবে মোট ব্যয় দাঁড়াচ্ছে ৬০৪ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৩ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির ভার্চুয়াল বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন এক ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। চাল সরবরাহ করবে মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। এতে ব্যয় হবে ১৬৯ কোটি ৫৫ লাখ ৭৬ হাজার টাকা।’
অতিরিক্ত সচিব জানান, বৈঠকে পুলিশ বাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) জন্য ‘জিএসএম ইউএমটিএস ভেহিকুলার অ্যাক্টিভ সাপোর্ট সিস্টেম’ কেনার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি সরবরাহ করবে দেশীয় প্রতিষ্ঠান থ্রি-সিক্সটি টেকনোলজিস। সিস্টেমটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে দিল্লাজি লিমিটেড ও প্রিন্সিপাল প্রতিষ্ঠান হচ্ছে প্যানমার্ক ইম্পেক্স পিটিই লিমিটেড। এতে ব্যয় হবে প্রায় ২৯ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা।
তিনি জানান, এছাড়া বৈঠকে ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক ‘সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ’ শীর্ষক প্রকল্পের চারটি প্যাকেজের আওতায় টার্ন-কী পদ্ধতিতে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপনের চারটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। চারটি প্যাকেজের কাজই যৌথভাবে বাস্তবায়ন করবে ‘বেঙ্গল সোলার, ‘পাওয়ার ইউটিলিটি বাংলাদেশ লিমিটেড ও জার্মানির প্রতিষ্ঠান ‘রাচ সোলার’। এর মধ্যে প্যাকেজ-৩-এর আওতায় নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন ৩৫৫ সেট সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপনে ব্যয় হবে প্রায় ৪০ কোটি ৯৭ লাখ ৪২ হাজার টাকা; প্যাকেজ-৪-এর আওতায় ‘দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১’-এর আওতাধীন ৩৪৫ সেট সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপনে ব্যয় হবে প্রায় ৪০ কোটি ৫৯ লাখ টাকা; প্যাকেজ-৫-এর আওতায় ‘ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ৩৪৫ সেট সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপনে ব্যয় হবে প্রায় ৪০ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ৯৯৫ টাকা এবং প্যাকেজ-৬-এর আওতায় ‘গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা-২ এবং ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি’র আওতাধীন ২৫০ সেট সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপনে ব্যয় হবে প্রায় ৩৪ কোটি ৯৬ লাখ ৭১ হাজার টাকা।
দর সংশোধনের ৯ প্রস্তাবে মোট ব্যয় বেড়েছে ৭৯ কোটি ১২ লাখ টাকা। বৈঠকে অনুমোদিত দর সংশোধনের প্রস্তাবগুলোর মধ্যে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেল লাইন সংস্কার ও নির্মাণ’ প্রকল্পের প্যাকেজ নম্বর-ডব্লিউডি-১-এর পূর্ত কাজে ব্যয় কমেছে ১ কোটি ৭১ লাখ ৫৮ হাজার টাকা এবং ‘যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক যথাযথ মানে ও প্রশস্ততায় উন্নীতকরণ ‘প্রকল্পের প্যাকেজ নম্বর-ডব্লিউপি-০২-এর পূর্ত কাজে ব্যয় কমেছে ৯ কোটি ৫১ লাখ ১৬ হাজার টাকা।
তিনি জানান, যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক যথাযথ মানে ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের অন্য একটি প্যাকেজের (ডব্লিউপি-০১) পূর্ত কাজে ১২ কোটি ৭৪ লাখ ৪৬ হাজার টাকা ব্যয় বেড়েছে। এছাড়া ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন‘ পল্লী বিদ্যুৎ বিতরণ সিস্টেমের ক্ষমতাবর্ধন (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ)’ শীর্ষক সংশোধিত প্রকল্পের ছয়টি লটের নির্মাণ কাজের দর সংশোধনের ছয়টি পৃথক প্রস্তাবে মোট ৬৬ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার টাকা ব্যয় বেড়েছে।
সারাবাংলা/জিএস/পিটিএম