Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে আগামীকাল থেকে ৭ দিনের লকডাউন

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৩ জুন ২০২১ ২০:৫৮

ঠাকুরগাঁও: জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী সাত দিন অর্থাৎ ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৩ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতি ঠেকাতে সাত দিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয় করোনা প্রতিরোধ কমিটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন চলবে। লকডাউন চলাকালে জনসাধারণের চলাচলসহ গণপরিবহন, জনসমাগম, দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। এই সময়ে শুধুমাত্র আইনশৃঙ্খলা, জরুরী পরিসেবা কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্য দ্রব্য পরিবহণ, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, ভ্যাকসিন দান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, জরুরী ও অত্যাবশ্যকীয় পণ্য, সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারি ও যানবাহন, পণ্যবাহী ট্রাক/লড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, লকডাউন চলাকালে জেলার সকল জনসাধারণকে আরোপিত বিধিনিষেধ মেনে চলতে হবে। এই সময়ে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

ঠাকুরগাঁও লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর