হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মুনির রিমান্ডে
২৩ জুন ২০২১ ২২:৪৬
চট্টগ্রাম ব্যুরো: দুইদিন আগে গ্রেফতার হওয়া হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মুনিরকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতারের পর তাকে হাটহাজারী থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।
বুধবার (২৩ জুন) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল এ আদেশ দিয়েছেন।
চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) এস এম হুমায়ন কবীর সারাবাংলাকে জানান, কারাগারে থাকা নাসির উদ্দিন মুনিরকে একটি মামলায় দশ দিনের রিমান্ডে নেওয়ার এবং আরও দুইটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছিল হাটহাজারী থানা পুলিশ। শুনানি শেষে আদালত ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দুইটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদনও মঞ্জুর করেছেন।
গত ২১ জুন বিকেল ৩টা ২০ মিনিটে নাসির উদ্দিন মুনিরকে হাটহাজারী উপজেলা থেকে গ্রেফতার করে পুলিশ। মুনির হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। এ ছাড়া তিনি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী সম্পাদক পদেও আছেন।
স্বাধীনতার সুর্বণজয়ন্তীর দিন গত ২৬ মার্চ আকস্মিকভাবে হাটহাজারী থানায় আক্রমণ করে ভাঙচুর চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। স্থানীয় ভূমি অফিসেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তাণ্ডব থামাতে পুলিশের চালানো গুলিতে চারজন নিহত হন। এ সব ঘটনায় হাটহাজারী থানায় মোট ৯টি মামলা দায়ের হয়।
হাটহাজারীসহ দেশজুড়ে হেফাজতে ইসলামের নাশকতার ঘটনায় সংগঠনটির তৎকালীন যুগ্ম মহাসচিব মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হারুন ইজাহার, জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ প্রায় শ’খানেক নেতাকর্মীকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে।
এ সব ঘটনা নিয়ে নানামুখী বিতর্কের মুখে পড়ে হেফাজত। একপর্যায়ে গত ২৫ এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির ঘোষণা দেন আমীর জুনায়েদ বাবুনগরী।
তবে বিলুপ্তির দেড়মাসের মাথায় গত ৭ জুন আবারও ৩৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কিন্তু এবার কমিটিতে মামুনুল হক, আজিজুল হক ইসলামাবাদী, নাসির উদ্দিন মামুনসহ ‘বিতর্কিত’ নেতাদের রাখা হয়নি।
সারাবাংলা/আরডি/একে