অনুমোদন পেল বেক্সিমকোর ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড
২৩ জুন ২০২১ ২২:২৮
ঢাকা: বেক্সিমকো লিমিটেডের তিন হাজার কোটি টাকার পাঁচ বছর মেয়াদি সিকিউরড কনভার্টেবল অথবা রিডেম্বল অ্যাসেট ব্যাকড গ্রিন সুকুক-এর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কিছু শর্তসাপেক্ষে সংস্থাটি পুঁজিবাজিারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
বুধবার (২৩ জুন) বিএসইসি’র ৭৭৯তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি সূত্র জানায়, বেক্সিমকো লিমিটেডকে লেটার অব ইনটেন্ট পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে সুকুক’র প্রস্তাবিত ট্রাস্ট্রির নিবন্ধন সনদ এবং কমিশন অনুমোদিত ট্রাস্ট ডিডসহ চূড়ান্ত সাবস্ক্রিপশন এগ্রিমেন্ট জমা দেওয়াসাপেক্ষে সম্মতিপত্র ইস্যু করা হবে।
প্রস্তাবিত গ্রিন সুকুকটি ২২ দশমিক ৫০ বিলিয়ন প্রাইভেট প্লেসমেন্ট (৭ দশমিক ৫০ বিলিয়ন বিদ্যমান শেয়ার হোল্ডারদের কাছ থেকে এবং ১৫ বিলিয়ন বিদ্যমান শেয়ারহোল্ডার ছাড়া অন্যান্য বিনিয়োগকারীদের কাছ থেকে) সুকুক ইস্যুর মাধ্যমে অর্থ উত্তলন করা হবে।
বেক্সিমকো লিমিটেডের টেক্সটাইল ইউনিটের কার্যক্রম বাড়ানো এবং বেক্সিমকোর দু’টি সরকার অনুমোদিত সাবসিডিয়ারি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের (তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেড) বাস্তবায়নের পাশাপাশি পরিবেশ উন্নয়ন এবং সংরক্ষণ নিশ্চিত করবে। এই সুকুকের প্রতি ইউনিটে অভিহিত মূল্য ১০০ টাকা। সুকুকটির ন্যূনতম সাবস্কিপশন ৫ হাজার টাকা, ন্যূনতম লট ৫০টি। সুকুকটির সর্বনিম্ন প্রিয়ডিক ডিস্ট্রিবিউশন রেট ৯ শতাংশ।
সারাবাংলা/জিএস/টিআর