সমুদ্রসৈকত থেকে যুবকের মরদেহ উদ্ধার
ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৪ জুন ২০২১ ১৫:০৯
২৪ জুন ২০২১ ১৫:০৯
বরিশাল: কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে মো. নিজাম (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর ১টার দিকে কুয়াকাটা টুরিজম পার্ক সংলগ্ন সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত নিজাম কুয়াকাটার পাঞ্জুপাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে। তিনি কুয়াকাটা-আলিপুর সড়কে অটোরিকশা চালাতেন বলে জানায় পুলিশ।
ওসি মো. মনিরুজ্জামান বলেন, মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসএ