নারায়ণগঞ্জে অটোরিকশার সঙ্গে পিকআপের সংঘর্ষে ২ শ্রমিক নিহত
২৪ জুন ২০২১ ২১:০৮
নারায়ণগঞ্জ: জেলার বন্দর উপজেলার নাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশার সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন জন।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে কামতলা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শফিকুল ও জাহিদ। আহত খাইরুল ও অজ্ঞাত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তারা ওই এলাকার টোটাল ফ্যাশন গার্মেন্টসের শ্রমিক।
কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন হক জানান, মহাসড়কের উল্টোপথে অটোরিকশায় করে ৫ জন শ্রমিককে নিয়ে টোটাল ফ্যাশনের সামনে যাচ্ছিল চালক। এসময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা শ্রমিক ও চালক সবাই আহত হয়। তবে পিকআপভ্যানটি পালিয়ে যায়।
পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শফিকুল ও জাহিদকে মৃত ঘোষণা করে। আহত খাইরুলের অবস্থাও গুরুতর।
দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পর পুলিশ তাদের বিচারের আশ্বাস দিলে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেয়।
সারাবাংলা/এমও