চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পাথরবোঝাই ডাম্পার ট্রাকের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর বন্দর থানার দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকায় সাগরপাড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. হানিফ (১২) নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার সুলতান আহমদ ডিগ্রি কলেজ এলাকার বাসিন্দা মো. সাগরের ছেলে। স্থানীয় লোটাস আইডিয়াল স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত হানিফ।
জানা গেছে, বিকেলে সাগরপাড়ে ঘুরতে গিয়েছিল হানিফ। সাগরপাড়ে সড়ক দিয়ে যাওয়া একটি পাথরবোঝাই ডাম্পার ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই শীলব্রত বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘বিকেল ৫টার দিকে আহত শিশুকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’