Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ৬১০ নমুনায় শনাক্ত ৩৭০, মৃত্যু ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২১ ১৩:৪৯

যশোর: যশোরে আগের দিনের তুলনায় করোনাভাইরাসের সংক্রমণ বেশি শনাক্ত হয়েছে। বেড়েছে সংক্রমণের হারও। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাঁচ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬০১ জনের নমুনা পরীক্ষা করে ৩৭০ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩৫৮টি নমুনার মধ্যে ১৯১টিতে এই সংক্রমণ শনাক্ত হয়েছিল। ফলে আগের দিন যেখানে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ৫৩ শতাংশের কিছু বেশি, গত ২৪ ঘণ্টায় এই হার বেড়ে হয়েছে ৬১ শতাংশ।

বিজ্ঞাপন

যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে বর্তমানে ভর্তি আছেন ৮১ জন। এছাড়া আইসোলেশন ওয়ার্ডে আছেন আরও ৬৪ জন। জেলার সাত উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও করোনা পজিটিভ রোগী ভর্তি আছেন।

এদিকে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় জেলায় তৃতীয় দিনের মতো চলছে সর্বাত্মক লকডাউন। তবে লকডাউন উপেক্ষা করেও বাইরে আসছে মানুষ। তাদের স্বাস্থ্যবিধি মানাতে এবং ঘরে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।

সারাবাংলা/টিআর

করোনা সংক্রমণ যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর