Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২১ ১৬:৪১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশন এলাকায় লিফটের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাওন সর্দার (২২) নামে এক যুবক মারা গেছে। শুক্রবার (২৫জুন) বেলা ২টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশন ডিওএইচএস এলাকায় নির্মানাধীন ভবনের ৮ তলায় ঘটনাটি ঘটে। মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহতের সহকর্মী রায়হান জানান, তারা মিরপুর ১২ নম্বর সেকশনের ডিওএইচএস এলাকায় একাত্তর ডেভেলপার কোম্পানির নির্মাণাধীন ভবনে কাজ করছিল। দুপুরে শাওন লিফটের উপরে উঠে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়। পরে হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়।

রায়হান আরও জানান, শাওনের বাড়ি বরিশাল জেলার গৌরনদি উপজেলায়। বাবার নাম বাবুল সর্দার। বর্তমানে মুগদা মানিকনগর এলাকায় একটি মেসে থাকতেন।

ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএসএ

বিদ্যুৎস্পৃষ্ট রাজধানী

বিজ্ঞাপন

বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা
২১ এপ্রিল ২০২৫ ২০:১৫

আরো

সম্পর্কিত খবর