ফের মাস্ক বাধ্যতামূলক করল ইসরাইল
২৫ জুন ২০২১ ১৭:২৩
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ইসরাইল। শুক্রবার (২৫ জুন) ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে মাস্ক পরার বাধ্যবাধকতা জারি করা হয়। এর আগে করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় ও বেশিরভাগ নাগরিককে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসায় মাস্ক পরার বাধ্যবাধকতা উঠিয়ে নিয়েছিল তেল আবিব।
চলতি মাসের শুরুতেও ইসরাইলের দৈনিক সংক্রমণ শূন্য বা শূন্যের কাছাকাছি ছিল। তবে সম্প্রতি এ চিত্র পাল্টে গেছে। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবে ইসরাইলে এখন দৈনিক একশোর বেশি সংক্রমণ ধরা পড়ছে। বৃহস্পতিবার এ সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। এদিন নতুন সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ২২৭ জন। ফলে ফের মাস্ক পরায় কড়াকড়ি আরোপ করতে হলো ইসরাইলকে।
ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার দুপুর থেকে মাস্ক পরার আদেশ কার্যকর হবে। এর আগে গত ১৫ জুন মাস্ক পরার ওপর সকল বিধিনিষেধ উঠিয়ে নিয়েছিল ইসরাইল।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর ইসরাইলে এ পর্যন্ত ৬ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও প্রায় ৮ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।
সারাবাংলা/আইই