চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে স্থগিত হওয়া সব পরীক্ষা চলমান থাকবে। তবে সরকার কঠোর লকডাউন ঘোষণা দিলে পরীক্ষাও স্থগিত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (২৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উপ-উপাচার্য বেনু কুমার বলেন, আমাদের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। যদি কোনো শিক্ষার্থী পরীক্ষা না দিতে পারে। তাহলে আমরা সেটা ব্যবস্থা নিব। দুয়েকজনের কারণে পরীক্ষা বন্ধ করা যাবে না।
তিনি আরও বলেন, সরকার যদি কঠোর লকডাউন ঘোষণা দেয়। তাহলে আমরা পরীক্ষা স্থগিত রাখব। লকডাউন উঠে গেলে পুনরায় পরীক্ষাগুলো চলবে। অনেকের অনলাইনে ক্লাস প্রায় শেষ। অনলাইনে তো পরীক্ষা নেওয়া যাচ্ছে না। অর্ডিন্যান্স অনুযায়ী অনলাইনে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। সরকার লকডাউন না দেওয়া পর্যন্ত পরীক্ষা চলবে।
এর আগে, মঙ্গলবার (১৫ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) করোনার কারণে স্থগিত সব পরীক্ষা সশরীরে গ্রহণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।