চট্টগ্রামে নির্মাণ শেষের আগে ধসে পড়ল সেতুর গার্ডার
২৫ জুন ২০২১ ২২:১০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় নির্মাণ শেষের আগে একটি সেতুর গার্ডার ধসে পড়েছে। এতে দুই শ্রমিক আহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পটিয়ার শিকলবাহা খালের ওপর নির্মাণাধীন ‘কালারপোল সেতুর’ গার্ডার ধসে পড়ে বলে পুলিশ জানিয়েছে।
আহত শ্রমিকরা হলেন মো. বিপুল (৩৬) ও মো. মফিজ (৩৫)। তাদের পশ্চিম পটিয়ার কলেজ বাজার এলাকায় সাউথ হসপিটাল নামে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
কালারপোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মুহাম্মদ সোলায়মান সারাবাংলাকে বলেন, ‘সেতুর রেলিং ধসে দু’জন শ্রমিক আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় আকস্মিকভাবে ব্রিজের গার্ডারের তিনটি অংশ শিকলবাহা খালে ধসে পড়ে। প্রচণ্ড শব্দ শুনে এলাকার লোকজন সেখানে যান। তারা আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা সারাবাংলাকে বলেন, ‘কর্ণফুলী নদী সংলগ্ন শিকলবাহা খালে নির্মাণাধীন একটি সেতুর গার্ডার ধসে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। রাত হয়ে যাওয়ায় স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যাওয়া যাচ্ছে না। তবে দু’জন আহত বলে শুনেছি।’
এদিকে স্থানীয়দের অভিযোগ, ত্রুটিপূর্ণ নির্মাণকাজের কারণে সেতুটির গার্ডার ধসে পড়েছে।
তবে কাজে কোনো অনিয়ম হয়নি দাবি করে সড়ক ও জনপথ বিভাগের একজন নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘হাইড্রোলিক জ্যাকের (ক্রেন) মাধ্যমে গার্ডার বসানোর সময় জ্যাকের পাইপ ফেটে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর গার্ডার পড়ে যায়। একটি গার্ডার থেকে আরেকটির দূরত্ব দুই মিটার। একেকটি গার্ডারের ওজন ৩৫ টন। যে কারণে একটির ধাক্কায় আরেকটি- এভাবে তিনটি গার্ডার পড়ে যায়। এটি আসলে নিছক দুর্ঘটনা।’
নির্মাণাধীন সেতুটির প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি ওই প্রকৌশলীর।
সারাবাংলা/আরডি/একে