বগুড়ায় পুলিশ কর্মকর্তা পরিচয়ে বিয়ে, প্রতারক গ্রেফতার
২৬ জুন ২০২১ ০১:০৭
বগুড়া: বগুড়া সদরের পলাশবাড়ী স্কুলপাড়ায় পুলিশের কর্মকর্তা পরিচয়ে বিয়ের অভিনয় করে এক কিশোরীকে ধর্ষণ করেছে এক প্রতারক। অভিযোগ পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ওই প্রতারককে গ্রেফতার করে।
শুক্রবার (২৫ জুন) প্রতারিত ওই কিশোরী জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারার জবানবন্দি দিয়েছে।
গ্রেফতারকৃত প্রতারকের নাম মো. আব্দুল আলিম (৩২)। সে গাজিপুর সদর উপজেলার কামারজুরী এলাকার মৃত ফজলুল হক এবং মেঘজান বিবির ছেলে।
প্রতারণার শিকার ওই কিশোরী ও তার পরিবারের লোকজন জানিয়েছে, প্রতারক আব্দুল আলিম তার প্রকৃত নাম, পিতা মাতার নাম ও বসবাসের ঠিকানা গোপন করে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে নিজেকে অবিবাহিত ও রংপুরের পুলিশ কর্মকর্তা পরিচয় দেন। কিশোরীর সঙ্গে বিয়ের অভিনয় করে সাতদিন ধরে ধর্ষণ করেছে। প্রতারক আব্দুল আলিম বৃহস্পতিবার সকালে ওই মেয়েকে জোরপূর্বক বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে খোঁজ খবর নিলে তার প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
ঘটনাটি বগুড়া সদর থানা পুলিশকে অবহিত করলে বৃহস্পতিবার বিকেলে এসআই বেদার উদ্দীন, এসআই রেজাউল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় আনেন।
সাব ইন্সপেক্টর বেদার উদ্দীন জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) তৎসহ দন্ডবিধির ১৭০/৪২০ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই প্রতারক কিশোরী মেয়েটিকে বাড়ি থেকে কৌশলে নিয়ে গেলে ওর কপালে বড় ধরনের দুর্ঘটনা নেমে আসতো।
সারাবাংলা/এমও