Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ উত্তরা মটরসের কর্মকর্তার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২১ ১৩:১২

ঢাকা: রাজধানীর গুলশানের একটি বাসায় এসি গোলযোগ থেকে আগুনে দগ্ধ উত্তরা মটরসের কর্মকর্তা মেহদাদুর রহমান ডুরান্ডের ( ৫০) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) রাত একটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, মেহদাদুর রহমানের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে গত শনিবার (১৯ জুন) রাতে গুলশানের নিজ বাসায় তিনি দগ্ধ হন। পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) বায়েজীদ বোস্তামী বলেন, বর্তমানে তার স্ত্রী সন্তান জাপান আছে। ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসএসআর/এএম

উত্তরা মটরস মেহদাদুর রহমান ডুরান্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর