Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনসিডিল জাতীয় নতুন মাদক এসকাফ জব্দ, গ্রেফতার ৪

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২১ ১৫:২৭

ঢাকা: রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে নতুন মাদক এসকাফ (ESkuf) ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- জুয়েল, হুমায়ুন, সাদেক ও লিটন।

শুক্রবার (২৫ জুন) রাতে রাজধানীর খিলগাঁও থানার নাগদারপাড় ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগ অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তাদের কাছ থেকে ২০০ কেজি গাঁজা ও ১৮৪ বোতল নতুন মাদক এসকাফ (ESkuf) জব্দ করা হয়। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা নিজেদের আড়াল করতে ব্যবসার ধরনে পরিবর্তন আনতেছে। তারই অংশ হিসেবে সবজি বিক্রেতা সেজে পিকআপ ভ্যানে করে মাদক পরিবহন করছিল। ফেন্সিডিল জাতীয় ‘Codeine Phosphate’ সমৃদ্ধ সিরাপ এসকাফ (ESkuf) প্রথম বারের মতো উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে।

 

সারাবাংলা/ইউজে/এএম

এস্কুফ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর