Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২১ ১৯:২৪

ঢাকা: ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন ও ঢাকা মহানগর কামরাঙ্গীচর থানার জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিকদলসহ কয়েকটি সংগঠন।

শনিবার (২৬ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে মানববন্ধন থেকে এ দাবি তুলে ধরা হয়।

মানববন্ধনে প্রতিবন্ধী ঐক্য সমাজ নামে সংগঠনও অংশ নেন। তারা বলেন, ‘আমরা শারীরিকভাবে প্রতিবন্ধী। রষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। আমাদের সরকারি ভাতা মাত্র ৭৫০ টাকা। এই নাম মাত্র অর্থ দিয়ে তেল, লবণ, পেঁয়াজ ছাড়া আর কিছুই কেনা সম্ভব নয়। আমাদের পরিবার আছে, আছে ছেলে-মেয়ে। আমরা চেষ্টা করি যে, যেমন কর্ম পারি সেই পথ ধরে নিজেকে একটু এগিয়ে নেওয়ার। কিন্তু প্রশাসনিক বাধার কারণে কামরাঙ্গীরচর, লালবাগ, হাজারীবাগ, কেরানীগঞ্জ, জুরাইন, মুগদা, মান্ডা, খিলগাঁওয়ের ৮০০ জন শারীরিক প্রতিবন্ধী বেকার হয়ে পরেছেন।’

বক্তারা আরও বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশা বা ব্যাটারি চালিত গাড়ি যে সমস্ত রাস্তায় চলাচল করতে পারে সেসব স্থানে শারিরীক প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য মিশুক, ইজিবাইক, ব্যাটারিচালিত গাড়ি চলাচল করার অনুমতি দিতে হবে। প্রধানমন্ত্রীর নিকট আমাদের সব শ্রেণির প্রতিবন্ধী ভাইদের আবেদন আপনি আমাদের কর্মের মাধ্যমে আমাদের বেঁচে থাকার সুযোগ করে দিন।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ কেন্দ্রীয় কমিটি প্রতিবন্ধী ঐক্য সমাজের সভাপতি মো. আল-মাহমুদ হোসেন, সহ সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আলমগীর, মো. রাসেল, মোশারফ হোসেনসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমও

মানববন্ধন রিকশা ও ভ্যান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর